আছে মোর কিছু সুর (গান)

গান- আছে মোর কিছু সুর
কথা- অরুণেন্দু দাস
সুর- একটি গসপেলের সুর অনুসারে।

রেকর্ড

অপ্রকাশিত

কথা

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে আমি এই গান তোমায় দিলেম।

চারদিকে সবকিছু যখনই আমার, ঠেকে যেন এলোমেলো ভুল,
কোনদিকে যাব তার দ্বিধা আর সংকোচে ভেবে কোনও পাই না যে কূল।
ঝেড়ে ফেলে মন থেকে যা কিছু আশঙ্কার গুনগুন তুলে তান যেই,
প্রাণ খুলে ধরি গান, যত বাধা বন্ধ কিছু আর ধারে কাছে নেই।

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে মোর এই গান তোমায় দিলেম।

দুঃখে আঘাতে মনে যখনই আঁধার, চেপে ধরে হৃদয়টা মোর
সবই ঠেকে বিস্বাদ, নিষ্প্রাণ, যেন আর এ জীবনে আসবে না ভোর।
যেমনই হঠাৎ তুমি আসো মোর ভাবনায় খুশির হাসিতে অকৃপণ,
সরে যায় যত ব্যথা বেদনার সংকেত ফিরে পাই উৎসাহী মন।

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে আমি এই গান তোমায় দিলেম।

[কনগ্রিভ রোড, ১৯৮০]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন