সাততলা বাড়ি (গান)

গান- সাততলা বাড়ি
কথা ও সুর- প্রদীপ চট্টোপাধ্যায়, কমল চক্রবর্তী

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- প্রদীপ চট্টোপাধ্যায়


কথা

মনে করো সাততলা বাড়িটার
একতলা হাতি আর ইঁদুরের
দোতলায় বুড়ো থাকে রিটায়ার্ড
লাল-নীল উল বোনে বুড়ি তার।

তিনতলা ছবি আঁকে গ্যালারি
পিকাসো-রুবেন্স-দালি-রেনোয়া
চার তলা কথা বলে ফিসফিস
পাখি যদি উড়ে যায় ঘাবড়ে।

বাকি তিনতলা ঠিক খালি নয়
ধোপা থাকে গাধা নিয়ে অতিকায়
পাঁচ তলা ফেলে ওড়ে সাদা শার্ট
ভাবখানা বাবুদেরই খোলা মাঠ।

ছ’তলায় ছোটদের ইস্কুল
আন্টির কাঁধে বসে বুলবুল
সাততলা কারোও নয়, কারোও নয়
মেঘ থাকে নীল আকাশ-লাল ফুল।

তারাদের দুপুরের ভাত ঘুম
সেখানে খোকন সোনা মামনি
চাঁদ ধরে সূর্যের সাথি হয়...

সেখানে খোকন সোনা মামনি
চাঁদ ধরে সূর্যের সাথি হয়...

1 টি মন্তব্য: