গান- মিছে কেঁদে
কথা ও সুর- Labi Siffre-র "Crying Laughing Loving Lying" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস
রেকর্ডিং
অপ্রকাশিত
কথা
মিছে কেঁদে,
মিছে কেঁদে কোনও লাভ তো কারও জানি হয় নাই
আমি আর তাই মিছে কাঁদতে না চাই।
শুধু হেসে,
শুধু হেসে কোনও দুখ তো প্রাণে কভু রয় নাই
আমি আজ তাই, শুধু হাসতে যে চাই।
ভালোবেসে,
ভালোবেসে কোনও সুখ সে আমার জেনো সয় নাই
তোমাকে যে তাই ভালোবাসতে না চাই।
শুয়ে থেকে,
শুয়ে থেকে কারও ক্ষতি তো করার কিছু ভয় নাই
আমি এত তাই শুয়ে থাকি যে সদাই।
[কনগ্রিভ রোড, লন্ডন, ১৯৭৬]
কথা ও সুর- Labi Siffre-র "Crying Laughing Loving Lying" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস
রেকর্ডিং
অপ্রকাশিত
কথা
মিছে কেঁদে,
মিছে কেঁদে কোনও লাভ তো কারও জানি হয় নাই
আমি আর তাই মিছে কাঁদতে না চাই।
শুধু হেসে,
শুধু হেসে কোনও দুখ তো প্রাণে কভু রয় নাই
আমি আজ তাই, শুধু হাসতে যে চাই।
ভালোবেসে,
ভালোবেসে কোনও সুখ সে আমার জেনো সয় নাই
তোমাকে যে তাই ভালোবাসতে না চাই।
শুয়ে থেকে,
শুয়ে থেকে কারও ক্ষতি তো করার কিছু ভয় নাই
আমি এত তাই শুয়ে থাকি যে সদাই।
[কনগ্রিভ রোড, লন্ডন, ১৯৭৬]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন