ভিক্ষেতেই যাবো (গান)

গান- ভিক্ষেতেই যাবো
কথা ও সুর- অরুণেন্দু দাস (ইংরেজি লোকসঙ্গীত "A-beggin' I will Go" এর ছায়ায়)

রেকর্ডিং


প্রথম প্রকাশ-  ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- নীল মুখোপাধ্যায়

কথা

যত পেশা আছে দেখছি ভেবে ভিক্ষে করাই বেশ
নেই কোনও সময়ের শুরু, নেই তো কোনও শেষ
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

নই কারও হুকুমের, নয় তো কেউ হুকুমের দাস
আপন মেজাজে সদা আপনি করি বাস।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

উন্নতির নেশা কিছু নেই, নেই পতনের ভয়
নেই কোনও দুরাশার ঠেলা, নেই কোনও সংশয়।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

বিষয় সঞ্চয় কিছু নেই, ভাবনাহীন নয়ন
যখনই শ্রান্ত এ দেহ, তখনই শয়ন
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

চিনিতে সেদিন মোরে না চাও তো চেও না
কৃপা ভেবে মনে বৃথা হিংসা পেও না।
যবে ভিক্ষেতে যাব গো আমি, ভিক্ষেতে যাবো।

[১৯৭০]

টুকরো কথা
"A-beggin' I Will Go" একটি পুরোনো স্কটিশ লোকসঙ্গীত। গানটি প্রথম ব্যবহার করা হয় ১৬৪১ সালে রিচার্ড ব্রম এর The Jovial Crew নাটকে। এককালে স্কটল্যান্ডে রাজার গুণগান করে বেড়াবার জন্য ভিক্ষুকদের সনদ দেওয়া হত, তাই ভিক্ষাবৃত্তি ছিল ঈর্ষনীয় পেশা। ১৯৬৪ সালে বিখ্যাত ইংলিশ লোকসঙ্গীত শিল্পী ইয়ান ম্যাককোল গানটিকে রেকর্ড করেন। মনে হয়, অন্য অনেক গানের মত এই গান অরুণেন্দু প্রথম শুনেছিলেন ইংল্যান্ডে ফোক ক্লাবের সদস্য হিসেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন