বিজনের চায়ের কেবিন (গান)

গান- বিজনের চায়ের কেবিন
কথা- গৌতম নাগ
সুর- ইন্দ্রজিৎ সেন

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন)


দ্বিতীয় প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- স্বপ্ন নেই
শিল্পী- ইন্দ্রনীল সেন

কথা
পড়ন্ত আলোর ছটায় নেশা মন যেতে চায়
বিজনের চায়ের কেবিন
বসি গিয়ে জনা তিন, পায়াভাঙা উদাসীন
কয়েকটা চেয়ার টেবিল।

ধোঁয়া কালি রঙ চটা, একফালি দীর্ণতা
তবু যেন বিলাসিতা, রাজকীয় মত্ততা
গুঞ্জনে রাজ্যমুখর
আলোহীন চায়ের কেবিন।

কখনও বা দিন জুড়ে ব্যস্ত নগরে
ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন
পড়ে থাকে একা হায়, জনহীন দোকানে
বিষণ্ণ মালিক বিজন
বাকি প্রতি বিকেলে চামচে আওয়াজ তোলে
দেনাভারে শীর্ণ বিজন।

উষ্ণ চায়ের কাপে নেশাতুর রাত নামে
বয়ে চলে তরল জীবন
চলে এসো একদিন, দেখা হবে সেখানেই
বিজনের চায়ের কেবিন।
চলে এসো একদিন, দেখা হবে সেখানেই
বিজনের চায়ের কেবিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন