নগর ফিলোমেল (গান)

গান- নগর ফিলোমেল
কথা- গৌতম নাগ, সুর- ইন্দ্রজিৎ সেন

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রনীল সেন, রিমলি সেনগুপ্ত, ইন্দ্রাণী সেন, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়)


দ্বিতীয় প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- স্বপ্ন নেই
শিল্পী- ইন্দ্রজিৎ সেন ও ইন্দ্রনীল সেন

কথা

একদিন সুতানুটি ছেড়ে ডানা মেলে উড়ে চলি
তারাভরা আকাশের নীচে
সেই থেকে প্রতিদিন, সে শহরে চোখে পড়ে
প্রাণহীন তোমাদের মুখ
বোঝো না কেমন করে মিছিমিছি ঘরে তুলে নিয়েছ অসুখ।

নগর ফিলোমেল, নগর ফিলোমেল

পায়রা আতর মেখে হারিয়েছে আকাশে
টাকার তৈরি ঘুড়ি কেটে গেছে বাতাসে
ধীরে ধীরে এই ভাবে দেনা বেড়ে ঘুণ ধরে
ভেঙে পড়ে আড়কাঠ, শ্যাওলায় ইঁটের দেওয়াল
আর অবিরাম গড়ে চলো ভিতহীন শহর চাতাল।

আসে যায় বারবার সোম-শনি-রবিবার
খুঁজে ফেরো পরশপাথর,
লটারি তাবিজে মোড়া, বলি দাও পাঁঠাজোড়া
তবু সুখ মেলা ভার সোম-শনি-রবিবার।

আমরা গান গাই যে সুরে
সেই সুর বাজে সারা প্রাণ জুড়ে
যত অসুখ হেসে সুখ হয়ে যায়,
মিছে শুধু খুঁজে ফেরো পরশপাথর।

নগর ফিলোমেল, নগর ফিলোমেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন