প্রিয় মহানগরী (গান)

গান- প্রিয় মহানগরী
কথা- গৌতম নাগ
সুর- ইন্দ্রজিৎ সেন

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (রিমলি সেনগুপ্ত)


কথা

সারিসারি উঁচু বাড়ি ঢেকেছে তোমার আকাশ
ধোঁয়া ধুলো জঞ্জালে বিষানো বাতাস

নয়া নাম, পিনকোডে পেলে নিবাস নিশানা
এঁদোগলি বাইলেনে আছো কি আছো না?

(আহা) কলকাতা, প্রিয় মহানগরী।

মেলামেশা, কফি-কবি ফিল্ম-থিয়েটার
খেলা কী হুজুগে কাঁপে ট্রাফিক বাজার

বিজলীর লুকোচুরি, থাক না বিকল টেলিফোন
তবু ডাক পেলে আর প্রবাসে থাকে না মন

(আহা) কলকাতা, প্রিয় মহানগরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন