ভালোবাসার নিখাদ খোলামাঠ (গান)

গান- ভালোবাসার নিখাদ খোলামাঠ
কথা- হর্ষ দাশগুপ্ত
সুর- হর্ষ দাশগুপ্ত ও ইন্দ্রজিৎ সেন


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন, রিমলি সেনগুপ্ত)


কথা

দিন ফুরাবার আগে বোঝা না যায়
প্রাণের রঙ, মনের রঙ
শব্দহীন মধুর আলোয় কথোপকথন
একামন- নিরজন।

খোয়াইয়ের প্রান্তরে হারিয়ে যায়
দূরের সেই তালগাছ একা দাঁড়িয়ে রয়
আমি সেইজন নিরজন- একামন।

কেন তবু সব কথা মনে পড়ে যায়
কেন ফিরে আসে না সে নীল জ্যোছানায়
একা দাঁড়িয়ে রই তবে কার প্রতীক্ষায়?

এই ভালোবাসার নিখাদ খোলামাঠ
তুলির টানে আঁকা নতুন এক পথ
কাশফুল, বনান্তর...

ডেকে কিছু বলে না, শুনে কিছু শোনে না-
ভুলে যাই ওই মায়াজাল, (বয়ে চলে প্রতিকাল)
কাশফুল, বনান্তর...

তাই আজ এইটুকু থাক
বাকি পড়ে রয় অজানা সেই পথ।

এই ভালোবাসার নিখাদ খোলামাঠ
তুলির টানে আঁকা নতুন এক পথ
কাশফুল, বনান্তর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন