নীল নির্বাসন (গান)


গান- নীল নির্বাসন
কথা ও সুর- হর্ষ দাশগুপ্ত


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রনীল সেন, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়)


কথা

তোমাদের সন্ধ্যা শুধুই অনুভবে
আসে বুঝি বিকেলের লাল ঘোড়াতে চড়ে
এমন তাড়া কীসের একলা ক্যাম্পে
কোথায় ফিরবে কোন দৃশ্যের অনুকূলে

ভুলে গেছি কী রকম তোমাদের নগর জীবন
এখানে রয়েছে শুধুই নীল নির্বাসন।

কোথায় কে যেন আসে, কে চলে যায়
বিগত যুদ্ধের কত জন্মের দাগ মুছে যায়
রাত দুপুরে ক্যাম্পে শুয়ে ঘুম আসে না চোখে
নির্জনে- সুখের আড়াল।

ভুলে গেছি কী রকম তোমাদের নগর জীবন
এখানে রয়েছে শুধুই নীল নির্বাসন।

ডাক এসে যায়, ফ্রন্টে চলি
জীবন ভাঙি, জীবন গড়ি...


টুকরো কথা
১৯৮৩ সালে জ্ঞানমঞ্চে নগর ফিলোমেলের প্রথম অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত বুকলেটে গানটির পাঠে নিম্নলিখিত পার্থক্য আছে:

১৯৮৩ বুকলেট
১৯৮৫ অ্যালবাম
"তোমাদের সন্ধ্যাগুলি অনুভবে
আসে নাকি বিকেলের লাল ঘোড়াতে চড়ে
"
"তোমাদের সন্ধ্যা শুধুই অনুভবে
আসে বুঝি বিকেলের লাল ঘোড়াতে চড়ে
"
"ডাক এসে যায়, রাইফেল তুলি
ফ্রন্টে চলি, এগিয়ে চলি...
"
"ডাক এসে যায়, ফ্রন্টে চলি
জীবন ভাঙি, জীবন গড়ি...
"



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন