বিমগ্ন উদাসীন (গান)

গান- বিমগ্ন উদাসীন
কথা ও সুর- রঞ্জন প্রসাদ


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে
শিল্পী- নগর ফিলোমেল (ইন্দ্রজিৎ সেন)


কথা

কোথায় হারালো রে আমার মন
কোথায় পেল মনের মত ঠাঁই
দূরে বহুদূরে যেথা আকাশ নেমে আসে
সবুজ ধানখেতের সীমানায়।

আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধন গুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়।

গভির রাতে ঘুমের শহরে
যখন আলো হঠাৎ নিভে যায়
ঘরের দরোজাতে কাঁপে ঘুমে আলোছায়া
চাঁদের আলো দাঁড়ায় জানালায়।

আমার নাগরিক মনে ঝড়ের হাওয়া লাগে
বাঁধন গুলো তখন টুটে যায়
আমি জানি চিরদিন জলে ভাসে মেঘছায়া
নদীর ধারা সাগর পানে ধায়।

কোথায় হারালো রে আমার মন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন